বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎসজীবীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা মৎস্য অফিস চত্বরে উপজেলার ৭ ইউনিয়নের ৩৪ জন হতদরিদ্র জেলেদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপত্বিতে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।
বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা, পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমূখ। অনুষ্ঠানে ৩৪ জন ইলিশ ধরা হতদরিদ্র জেলেদের বকনা গরু দেয়া হয়।
এইচ এম রাসেল
আমতলী বরগুনা প্রতিনিধি
মন্তব্য করুন