নওগাঁর মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের তথ্যের ভিত্তিতে ছিনতায়ের কাজে ব্যবহার করা পালসার মোটরসাইকেলটি ২০/০৩/২০২৩ তারিখ সোমবার ধামইরহাট থানার শৈল্পি বাজার থেকে উদ্ধার পূর্বক আরও একজনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস দল।
বাদী ঘটনার দিন গত ১৬ মার্চ ধান ক্রয়ের জন্য উক্ত টাকা ইসলামী ব্যাংক পত্নীতলা শাখা থেকে উত্তোলন করে মহাদেবপুর থানার মাতাজীহাট থেকে মহাদেবপুরগামী পাকা রাস্তার বেলট মোড়ের কাছে এলে মামলার বাদী আব্দুল জব্বারের মোটরসাইকেলে লাথি দিয়ে ফেলে দেয়। সে মাটিতে পড়ে গেলে তার চোখেমুখে মরিচেরগুড়া ছিটিয়ে দিয়ে মোটরসাইকেলের হাতলের ব্যাগে থাকা ১৩লক্ষ ৯০ হাজার টাকা এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বলেন, মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল স্যারের নির্দেশনায় আলোচিত ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, অপরাধ কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করে উক্ত মোটরসাইকেল মালিক মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন