সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০শে মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশীষ কুমার সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির প্রমুখ।
পরে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯ জন এবং বার্ষিক পরীক্ষায় সমন্বিত মেধা তালিকায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মন্তব্য করুন