অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে আমতলীতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ মাহমুদুল হক আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ কে এম নূরনবী (কবির) অতিরিক্ত সচিব (উন্নয়ন), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম তালুকদার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, মোঃ নকিবুল হাসান বরগুনা জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক, উপ-পরিচালক অনাদী রঞ্জন মজুমদার, সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্স কনসালটেন্ট পরিবার পরিকল্পনা ডাঃ আফরোজা, আবাসিক মেডিকেল অফিসার জায়েদ আলম ইরাম, ডাঃ লুনা বিনতে হক প্রমূখ।
সভায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও সংশ্লিষ্ট সেবা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এইচ.এম. রাসেল
আমতলী বরগুনা সংবাদদাতা
মন্তব্য করুন