নওগাঁর সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকায় সোমবার পূর্বরাত দেড় টার দিকে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান ও কার্তুজ ২ রাউন্ডসহ মোঃ সোহেল রানা শামীম (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত শামিম সদর থানার কুমাইগাড়ী দেওয়ানপাড়া গ্রামের আজগর আলী দেওয়ানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা জানান, সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে।
সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার নামে পূর্বে ৩ টি মামলা রয়েছে।
পরবর্তীতে তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব।
মন্তব্য করুন