নওগাঁর সদর উপজেলার জমিলা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব ডাঃ এম এম জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক এম মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিলা কিন্ডার গার্টেনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোকলেছুর রহমান, অভিভাবক ও সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানিক হোসেন, নওগাঁ পৌরসভার কাউন্সিলর ফাতেমা বেগম, চন্ডিপুর ইউনিয়নের ইউপি সদস্য, মোঃ ময়েন হোসেন, মোঃ দুলাল হোসেন, মোঃ আব্দুস সবুর হোসেন, সাংবাদিক আতাউর শাহ্ প্রমুখ।
মন্তব্য করুন