সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধাগণ ও সহযোগী সংগঠনসমূহ। পরে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ গণমিলনায়তন (হল রুমে) অলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা(অতিরিক্ত) পুলিশ সার্কেল আলী ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও ,ধর্মপাশা প্রেক্লাবের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
মহিউদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মন্তব্য করুন