সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের তিনটি ইউনিয়নে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) রাতে উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ ও সদস্য সচিব রোমান আহমেদ এই কমিটির অনুমোদন দেন। উপজেলা মৎস্যজীবী দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আংশিক কমিটি হওয়া ৩টি ইউনিয়ন হলোঃ ধর্মপাশা সদর ইউনিয়ন, জয়শ্রী ইউনিয়ন এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন। ধর্মপাশা সদর ইউনিয়নের সভাপতি সাজু মিয়া ও সাধারণ সম্পাদক রেজাউল হকসহ নয় সদস্য , জয়শ্রী ইউনিয়নে সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামসহ পাঁচ সদস্য এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেয় উপজেলা মৎস্যজীবীদল।
উক্ত ইউনিয়ন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মন্তব্য করুন