হবিগঞ্জের মাধবপুরে ২২টি চোরাইকৃত বিভিন্ন কোম্পানি ও মডেলের স্মার্টফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।বুধবার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার সময় উপজেলার আন্দিউড়া গ্রামের দাসপাড়া থেকে মোঃ রাফি চৌধুরী (২৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ওই ব্যক্তি ওই উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা মোঃ স্বপন চৌধুরীর ছেলে। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২২টি স্মার্ট মোবাইলের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনা করেন মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনিক চন্দ্র দেবসহ একদল পুলিশ সদস্য।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আটককৃত ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। গ্রেপ্তার ও জেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
মন্তব্য করুন