সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার সিংহলাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। কর্মরত ছিলেন রাঙামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন মোটরসাইকেলে সিংহলাল এলাকা থেকে জালালাবাদ সঙ্করপুর যাওয়ার সময় মাটিবাহী ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই ঐ পুলিশ সদস্য নিহত হন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন