চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষাসফরের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা সবাই নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন বাহনে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। যাদের অবস্থা একটু বেশি খারাপ, তাদের অ্যাম্বুলেন্স ও বাসে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুর ১টার দিকে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হোসেন জানান, নেত্রকোণা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উদ্ধারকর্মীরা।
তিনি আরও জানান, দুটি গাড়িই আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।
মন্তব্য করুন