খুলনার পাইকগাছায় ধানক্ষেত থেকে ববিতা (৪০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
খুন হওয়া ববিতা উপজেলার চাঁদখালীর ধামরাইলের বাসিন্দা মীর ওবাইদুল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ববিতাদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার ভোরে কোনো একসময় তাকে তাদের বাড়ির পাশে একটি ধানক্ষেতের আইলে জবাই করে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
মন্তব্য করুন