প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকার পিতাকে হত্যার ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকা থেকে প্রেমিক আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল (২৬ জানুয়ারি) আদালতে মাধ্যমে গ্রেপ্তারকৃত আব্দুল করিমকে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আব্দুল করিম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন রামধন এলাকার ওসমান গণির পূত্র। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ আলীর মেয়ের সঙ্গে আব্দুল করিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা দু’জনে পালিয়ে যায়। এ ঘটনায় নওশাদ প্রেমিক আব্দুল করিমের বিরুদ্ধে রংপুর মিঠাপুকুর থানায় একটি মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার পিতা (নওশাদ)’র হাতে তুলে দেয় এবং আব্দুল করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনার প্রায় ৩ মাস পর জামিনে বের হওয়ার খবর পেয়ে নওশাদের কন্যা আব্দুল করিমের বাড়িতে অবস্থান নেয়। বুধবার সকালে নওশাদ আব্দুল করিমের বাড়িতে গিয়ে তার কন্যাকে মোটরসাইকেলযোগে জোর করে নিয়ে ফেরার পথে পীরগাছার ইছলারহাটের চেংটুরব্রিজের নিকটে পথরোধ করে নওশাদকে বেধড়ক পিটুনি দেয় আব্দুল করিম।
ফলে গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হন নওশাদ। সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করলে নওশাদের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে আব্দুল করিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই রংপুর নগরীর জুম্মাপাড়ার ভাড়া বাসা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, থানায় মামলা হলে রাতেই আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন