বগুড়ার নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে আব্দুল সামাদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সামাদ বগুড়ার শাজাহানপুর উপজেলার চাচড়া পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, সকালে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন