ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ভাড়াটিয়ার খাটের নিচ থেকে বাড়ির মালিকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভাড়াটিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকায় বাড়ির মালিক ব্যবসায়ী সবুজ আলীর বাসা থেকে তার স্ত্রী শিরীন বেগমের (৫২) মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী সবুজ মিয়ার শহরের মেড্ডায় পাশাপাশি দুটি বাড়ির একটিতে তিনি পরিবারসহ নিজে বসবাস করেন। পাশের অন্য বাড়িটি ভাড়া দিয়েছেন। ভাড়া দেওয়া বাড়ির তিনটি ঘরে আলাদা করে বসবাস করেন ভাড়াটিয়ারা।
তিনটি ঘরের একটি বাসায় থাকেন সন্দেহভাজন হত্যাকারী আমিন মিয়া। শিরীন বেগম ভাড়া নিতে যান শনিবার বেলা ১১টার দিকে; কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও উনি বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।
অনেক খোঁজাখুঁজির পর ভাড়াটিয়া আমিনের খাটের নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা আছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, শিরীন বেগমের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে। গণপিটুনিতে আহত সন্দেহভাজন হত্যাকারী আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন