রাজবাড়ীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ রবিবার বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি আজ সোমবার (১ মে) সকালে নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নীহারিকা সরকার।
এ মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল গণি মন্ডলের ছেলে আতাউর রহমান আতাকে (৪০)।
থানার মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে দীর্ঘদিন যাবত তার দূর সম্পর্কের দুলাভাই আতাউর রহমান আতা কুপ্রস্তাব দিত। এতে ওই গৃহবধূ কোনো পাত্তা দিতেন না। এরই জের ধরে আতা রাগের বশবর্তী হয়ে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে। এ সময় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক আতা পালিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি আতাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন