বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরণ। রবিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কৃষি উপকরণ সভায় প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, ধীরেন্দ্র দেবানাথ শম্ভু এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।
সাংসদ ৫টি হারভেস্টার মেশিন ও সার বীজ বিতরণ করেছেন।
মন্তব্য করুন