নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৪২ ঘন্টা পর সালওয়া সাঈদ ওসানাহ্ (১২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের ডুবুরি দল। গতকাল ২৮ এপ্রিল শুক্রবার সকাল
৮ টায় উপজেলার পোড়াবো এলাকার স্লুইজগেট ঘাটের কাছে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্কুল ছাত্রী সালওয়া সাঈদ ওসানাহ্ স্থানীয় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বুধবার বিকালে শীতলক্ষ্যা নদীতে ঘোড়াশালগামী পাথর বোঝাই এমভি ওমর সাদিয়া নামক জাহাজের ধাক্কায় নৌকা ডুবে
যায়। নৌকাতে থাকা ১০ যাত্রীর ৯ জন তীরে উঠলেও স্কুল ছাত্রী ওসানাহ্ পানিতে তলিয়ে যায়।
রূপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ এফ এম সায়েদ জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নৌাকা ডুবির ঘটনায় মামলা করেছেন নিহতের পরিবার। জাহাজটিকে আটক করা হয়েছে। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন