ঈদের ছুটিতে ৩ দিনে সড়কে ৬৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে নেত্রকোনায় আটজন, যশোরে পাঁচজন, বগুড়ায় তিনজন, সাতক্ষীরায় তিনজন, চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ তিনজন, ফরিদপুরের ভাঙ্গায় তিনজন এবং নীলফামারীতে চারজন রয়েছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে নাতির অটোরিকশাচাপায় নানির মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বরিশালে বাসচাপায় প্রাণ গেছে দুই সরকারি চাকরিজীবীর।
ঢাকা : ঈদের ছুটিতে ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। হাতিরঝিল ও মিরপুরে শেওড়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ঈদের দিন শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হন। এ দুর্ঘটনায় তার বন্ধু মোটরসাইকেলচালক শাকিল আহত হয়েছে। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এর আগের দিন শুক্রবার ভোরে মিরপুরের শেওড়াপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ব্যাটারিচালিত রিকশায় থাকা এক যুবক নিহত হন। তার নাম আরজু মিয়া।
নেত্রকোনা ও কলমাকান্দা : নেত্রকোনার পূর্বধলা, কলমাকান্দা ও সদর উপজেলায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। নিহতরা হলেন বারহাট্টার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমেশ সরকার, কলমাকান্দার গোয়াতলা গ্রামের আবু বক্কার, একই গ্রামের মাসুদ মিয়া, গোবিন্দপুর গ্রামের সুমন মিয়া, পূর্বধলার ইসবপুর গ্রামের শাকিব মিয়া, শাহবাজপুর গ্রামের মৃত অবনীকান্ত দেবনাথের ছেলে নিরঞ্জন দেবনাথ এবং সদর উপজেলার ধারিয়া গ্রামের আরজ আলীর স্ত্রী রাজতু বেগম।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে নাতির সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে রাজ বানু নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাজ বানু অটোরিকশাচালক শফিকুল ইসলামের নানি। ঈদের দিন বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী।
যশোর ও বেনাপোল : ঈদের ছুটিতে যশোরে ৫ পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪টি দুর্ঘটনা মোটরসাইকেল আরোহীর নিজেদের ও অপরটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটে। নিহতদের মধ্যে দু’জন কলেজছাত্র, একজন গৃহবধূ, একজন আইনজীবী ও একজন বেসরকারি চাকরিজীবী রয়েছেন। নিহতরা হলেন- কলেজছাত্র ইমরান হোসেন, ইকবাল হোসেন, হাইকোর্টের আইনজীবী মাহবুব হাসানসহ পাঁচজন।
বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে ঈদের দিন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত এবং এক গৃহবধূসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী ইমরান হোসেন, গাইবান্ধা সদরের পূর্বপাড়ার গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন ও নন্দীগ্রামের কল্যাণনগর এলাকার ইয়াকুব আলীর ছেলে বুলবুল হোসেন।
সাতক্ষীরা : সাতক্ষীরায় দ্রুতগামী ৫টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। রবিবার রাত ৮টায় সাতক্ষীরার বাইপাস সড়কের কামালনগরে সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশে কফি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ দুঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ, ইসলামপুর কাজীপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক এবং গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সি মেয়ে আতিয়া।
কুমিল্লা ও দাউদকান্দি : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর ও ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছমা আক্তার মুন্নী নামের এক নারীর মৃত্যু হয়।
এদিকে, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে রিকশায় থাকা বাবা ও মেয়ে নিহত হন।
দাউদকান্দিতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তালহা নামে সাত বছরে এক মেয়ে নিহত হয়েছে।
বরিশাল : বরিশালে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সরকারি চাকরিজীবীর মৃত্যু হয়েছে। নগরীর রূপাতলী এলাকায় শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোটরসাইকেলচালক ফায়েজ আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। নিহত আরোহী মো. এমদাদুল হবিগঞ্জের দুদক কার্যালয়ের প্রধান করণিক পদে কর্মরত ছিলেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় ৩ দিনে (শুক্র, শনি ও রবিবার) পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- চালক মামুন, জোবায়ের মোল্লা ও জসিম মাতুব্বর।
নীলফামারী : নীলফামারীর ডোমার ও ডিমলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাচ্চু মিয়ার ছেলে রাফি ইসলাম (২২) এবং একই গ্রামের বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৪), লিটন চন্দ্র রায় (২৮) ও লাভলী বেগম।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইমন হোসেন ও আজিম হোসেন নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম একই গ্রামের জয়নদ্দি বিশ্বাসের ছেলে।
চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চান্দপুর জামটিলায় সোমবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক আরোহী নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত মিন্তোষ গোপ প্রাণ আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাওয়ার ট্রলি থেকে পড়ে রাফি ইসলাম বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগোজ (বলঞ্চা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির শাহী পরিবহণের বাসচাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন। নিহত ব্যক্তির নাম শাহ আলম।
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবরার ফাহিদ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসমাউল হোসেন নামের এক যুবক নিহত এবং ১ জন আহত হয়েছেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে তৌহিদুল ইসলাম বকুল নামে এক আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর এক বেসরকারি হাসপাতালে রবিবার তার মৃত্যু হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ ফটু (৬০) ঘাটাইল উপজেলার গোৗরিশ্বর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে রাহুল ইসলাম নামে প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থীর।
রাজশাহী ও বাঘা : রাজশাহীর বাগমারায় ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে মিঠুন হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। রাজশাহীর বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় রতনা খাতুন নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
কুড়িগ্রাম : ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সহবান (১৫) নামের এক নবম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।
টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হাওলাদার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহরে সিএনজির ধাক্কায় শাহ আলম (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছেন।
কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসেন (১৫) এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের নবুওছিমুদ্দিনপাড়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. শরীফুল ইসলাম নিহত হয়েছেন।
রাউজান (চট্টগ্রাম) : মোটরসাইকেল দুর্ঘটনায় আদিল ফয়সাল ওরফে রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের শাহাজান ফকির বাড়ির মো. সোলায়মানের ছেলে।
খুলনা : খুলনায় বাসের ধাক্কায় মানছিক এলাহী নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে গরু বহন করে নিয়ে যাওয়ার সময় টমটম উল্টে চালক মাসুদ মিয়া (৪০) নিহত হয়েছেন। মাসুদ মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেচুন্দুরী গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : ঈদের দিন ভোরে উপজেলার রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা বাজারে মাংসের দোকানে উঠে পড়ে চলন্ত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-০৩৪৪)। ঘটনাস্থলেই মারা যান মাংস ব্যবসায়ী আব্দুল হাই।
লোহাগাড়া (চট্রগ্রাম) : চট্টগ্রাম ককসবাজার মহাসড়কের চকরিয়ায় নুরজাহান (৬৫) নামক এক বৃদ্ধা বাসের ধাক্কায় নিহত হয়েছেন।
সিলেট : সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন সুলতানা বেগম। অপরজনের নাম পাওয়া যায়নি।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আহত হয়েছেন ১২ জন। নিহতরা হলেন- মারফত (২০) নকলা উপজেলার আদমপুর গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে, ভোলা (৪০) শ্রীবর্দী উপজেলার শিমুলপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন