সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় প্লাবন রায় (১৭)নামে দশম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) সকালে মধ্যনগর গ্রামের শশ্মানে ঘাটের একটি কদমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্লাবন রায় মধ্যনগর গ্রামের পরান রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ প্রসাশন সূত্রে জানা যায়, ২৩শে এপ্রিল রবিবার আনুমানিক রাত সাড়ে নয়টার সময় পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে গেলে আর ফিরে আসেনি। আজ সকালে মধ্যনগর গ্রামের শশ্মানে ঘাটের একটি কদমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃত লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য করুন