বরগুনার তালতলী উপজেলার ঐহিত্যবাহী বিদ্যাপীঠ ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয় ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে ব্যাতিক্রমধর্মী সুবর্ণ জয়ন্তী ও ঈদ পুর্নমিলনী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদ সদস্য এ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার।
ব্যারিষ্টার মইনুল ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ডীন প্রফেসর ড. মুহসিন উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব ও ইউএনও সিফাত আনোয়ার তুমপা।
প্রাক্তন শিক্ষার্থী রুম্মান মাহমুদ হাসানের সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ কাইয়ুম ইকবাল, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সিকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ সিকদার, মনিন্দ্র চন্দ্র সরকার, সুনিল চন্দ্র তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার মাষ্টার, মোঃ জাকির হোসেন চুন্নু, প্রাক্তন শিক্ষার্থী অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মোঃ মুছা তালুকদার, এ্যাড.নাজমুল হোসেন নাসির ও কামরুল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, বরগুনা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন ফসল পাটোয়ারী, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির উদ্দিন, তালতলী প্রেসক্লাব সাধারণ খাইরুল ইসলাম আকাশ, ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু, মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার, ইব্রাহিম সিকদার পনু ও সমাজ সেবক মোঃ মোজাম্মেল ডাকুয়া, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, হাইরাজ মাঝি, জলিলুর রহমান ও সোহেল রানা প্রমুখ।
সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন ফসল বলেন, সফলভালে আমার প্রাণের প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করতে পেরে গর্বিত। এ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে করতে পারিনি। নুতন-পুরাতনদের মিলন মেলায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান প্রাণোবন্ধ হয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহম্মদ সিকদার বলেন, আমার গর্ব হয়, আমিই এ প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষার্থী আবার আমিই প্রধান শিক্ষক । ৫০ বছর পুর্তির সুবর্ণ জয়ন্তী যেন হীরক জয়ন্তীতে পরিনত হয়েছে।
উল্লেখ্য, ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয়টি প্রায়াত রমজান আলী সিকদার ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেছেন।
মন্তব্য করুন