বরগুনার আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে ইমামদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান উপলক্ষে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। ইমাম সমাবেশ বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর মোঃ সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, ইমাম মাওলানা মোঃ আনিসুর রহমান, মাওলানা আব্দুর নুর, মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পৌরসভার প্রত্যেক মসজিদের ইমামকে ৫ হাজার ও মুয়াজ্জিনকে ২ হাজার ৫’শ টাকা ও ঈদ সামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদান করেছেন।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ইমামদের নগদ অর্থ, ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা (চাল) দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ইমামদের গুরুত্ব অপরিসীম। সমাজে ইমামদের অবহেলা করা চলবে না।
মন্তব্য করুন