আর্থিক লেনদেন ও বকেয়া ভাড়া নিয়ে বিরোধের জেরে গাজীপুর মহানগরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় ভাড়াটিয়া কতৃর্ক বাড়ির মালিক মনোয়ারা বেগম ওরফে রেখাকে (৪০) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ও বৃহস্পতিবার সিরাজগঞ্জ ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া এলাকার মোঃ জাকির হোসেন (৩৮), তার স্ত্রী হাবিবা চৌধুরী (২৭) ও চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালাপানিয়া এলাকার আরিফ ভুঁইয়া (৩০) ।
উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর), জনাব আবু তোরাব মোঃ শামসুর রহমান জানান, ভাড়াটিয়া জাকির হোসেন ও তার স্ত্রী হাবিবা চৌধুরী দম্পতির সঙ্গে মনোয়ারা বেগম ওরফে রেখার (৪০) বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ১০ টার দিকে ভিকটিম রেখা তার বাসা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তার মোবাইলে ফোন করেও তার খোঁজ না পাওয়া গেলে এ ব্যাপারে ১৬ এপ্রিল কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ইতোমধ্যে ১৬ এপ্রিল রাত অনুমান নয় ঘটিকায় ভাড়াটিয়া জাকির হোসেন ও হাবিবা চৌধুরী দম্পতির ঘরে লুকিয়ে রাখা লাশ থেকে দুর্গন্ধ বের হলে তারা উভয়ই মোবাইল ফোন বন্ধ করে বাসা হতে পালিয়ে যায়। পরে রেখার আত্মীয়-স্বজনরা সন্দেহবশত ওই ভাড়াটিয়া দম্পতির ঘরে তালা ভেঙে ভিতরে ঢুকে তাদের খাটের পাশে বস্তাবন্দী অবস্থায় ভিকটিম রেখার অর্ধ গলিত মৃতদেহ দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ১৮ এপ্রিল কাশিমপুর থানায় নিহতের বোন শাহী রানী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর), রেজওয়ান আহমেদ’র নেতৃত্বে কাশিমপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পলাতক আসামি মো: জাকির হোসেন (৩৮) ও মোছাঃ হাবিবা চৌধুরী (২৭) কে শ্যামলীনগর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ হতে গত ১৯ এপ্রিল গ্রেপ্তার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের সাথে অপর পলাতক আসামী আরিফ ভূঁইয়া জড়িত থাকার কথা জানায়। পরে ২০ এপ্রিল চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন