নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে শ্যামগঞ্জ এলাকায় বাস পিকআপ সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, নেত্রকোনার শ্যামগন্জে বাস অটো মুখোমুখি সংঘর্ষে অটো যাত্রী সাকিব ও অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শ্যামগন্জের হাইওয়ে পুলিশ পরিদর্শক মন্জুরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় ময়মনসিংহ হতে নেত্রকোনাগামী ইকরা পরিবহনের একটি বাস অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হন। নিহত একজন ইশবপুরের বাসিন্দা সাকিব অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন