পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এ সময় ১৫শ অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন