জামালপুরে সেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ এর নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের নতুন কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার কলেজ রোড সংলগ্ন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর নিজ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর উপদেষ্টা মন্ডলী সহ স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও সমাজসেবী সহ বিভিন্ন সংগঠন থেকে আগত স্বেচ্ছাসেবীরা।
এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের উপদেষ্টা মানবিক ডাক্তার নামে পরিচিত ডাঃ আহসান হাবিব আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম মিলন সরকার, আরিফ বিল্লাহ, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী, আরিফুল হক জনি।
এছাড়াও এ সংগঠনের সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সামিউল কারীম তূর্জয়, ফরহাদ, রাসেল মিয়া, আনোয়ার হোসাইন, জিহাদ, ইসমাইল, পৃথিলা, তুহিন, কবির হোসেন, আনোয়ার হোসাইন, সা’আদ ইবনে আজহার, দূরন্ত, সৌরভ, নাজিম হোসাইন, মাজাহারুল ইসলাম শিমুল, আবির সহ স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর নতুন কমিটির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ইসমাইল বলেন- গত তিন বছরে আমরা ৩০০০+ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছি, জামালপুরের সকল উপজেলায় ২৩ টির মত ফ্রি ব্লাড গ্রুপের ক্যাম্পেইন করা হয়েছে, আপনাদের সহযোগিতা পেলে সামনে আরো ভালো কিছু করতে পারবো বলে বিশ্বাস করি।
মন্তব্য করুন