ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক নারী ও তার শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ওই নারীর ৭ মাস বয়সী শিশু।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, উপজেলার অরণ্যপাশা পূর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও জহুরা খাতুনের ছেলে উজ্জল মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২৪)। আহত ৭ মাস বয়সী শিশু মুক্তা মনি নিহত বৃষ্টির মেয়ে।
ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় অরণ্যপাশা এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারী সম্পর্কে বউ ও শাশুড়ি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন