কাতার প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিবি খাদিজা রোজি (২৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে।
নিহত রোজি উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মৃত আব্দুল বারীর মেয়ে।
জানা যায়, রোজি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো. নাসিমকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর রোজি জানতে পারে তার স্বামীর আগের একটি স্ত্রী আছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়।
আগের স্ত্রীর সঙ্গে গতকাল পুনরায় স্বামীর যোগাযোগ হয়েছে জানতে পেরে ফোনে কথা কাটাকাটি হয় রোজির। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে জানালার সাথে গলায় ফাঁস দেয়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন