হবিগঞ্জের লাখাইয়ে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক কৃষক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ওই উপজেলার মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল জলিল (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, মকসুদপুর গ্রামের ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য সবুজ মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য নওয়াজ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে সবুজের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জলিল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মন্তব্য করুন