সুনামগঞ্জের জামালগঞ্জে ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ লক্ষীপুর (নতুনপাড়া) গ্রামের ফুটবল মাঠে অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল হাফিফ ও উত্তর লক্ষীপুর ইউনিয়নের মৃত মাফিজ মিয়ার ছেলে মনির হোসেন।
জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মীর মো. আব্দুন নাসের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন