জামালপুরের মেলান্দহে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলার আসামি জাহিদুল (২৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া আসামির শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাহিদুল (২৫) মেলান্দহ পৌর শহরের কালামের ছেলে। গত (১ এপ্রিল) শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত (৩১ মার্চ) শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির সবাই তারাবির নামাজ পড়ছিলেন। এ সুযোগে জাহিদুল শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে ছেড়ে দিয়ে পালিয়ে যান জাহিদুল। পরে থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ধষর্ণের চেষ্টা মামলার আসামি জাহিদুলকে থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন