বরগুনার তালতলীতে শপথ গ্রহণের পর নাসির উদ্দিন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শারিকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার পায়রা সম্মেলন কক্ষে শপথগ্রহণ শেষে ইউপি সদস্য বাড়ি ফিরছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালত ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। একইসাথে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার বাদী শিশির রায় বলেন, গত ২০২১ সাথে আমার কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয় ইউপি সদস্য নাসির উদ্দিন। এ সময় আমাকে একটি চেকের পাতা ও ১’শ টাকার তিনটি স্টাম্প দেন। সেই টাকা আমাকে ফেরত না দিলে আমি ঐ বছরই বরগুনা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করি। আদালত চলতি বছরের ১২ এপ্রিল নাসির উদ্দিনকে ১ বছরের কারাদন্ড ও ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঐ ইউপি সদস্য চেক জালিয়াতির একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে ঐ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।
মন্তব্য করুন