বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুটি মামলায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ আসামী সংখ্যা ১৩ জন। মামলা দুটি আমলে নিয়ে দ্রুত ট্রাইবুনালের বিচারক পটুয়াখালী পিবিআইকে তদন্ত পূবর্ক প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন।
বর্তমান চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলামের পক্ষে ১২ এপ্রিল করা মামলা সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ শুক্রবার সকাল ৮টার সময় গুলিশাখালী গ্রামের ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইট ভাটার পশ্চিম পাশে মামলার বাদী সামসু পঞ্চায়েতকে দেখতে পেয়ে মামলার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (৫৫) মো. নুরুদ্দিন (৪৯) সালাম পঞ্চায়েত (৪৮) মো. মস্তফা(৪৮) মো. রোকন(৪৫) মো. ওহেদুল (৩৮) স্বপন মোল্লা (৪৫) মো. মোতালেব গাজী (৪২) ও মো. শাহিন গাজী(৪০) মিলে বাদী সামসু পঞ্চায়েতকে মারধর করেন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ সময় তারা ৫ রাউন্ড শটগানের গুলিও করেন বলে মামলায় উল্লেখ করেন। এবং চাাঁদার ৫ লক্ষ টাকা না দিলে বাদীকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন বলে উল্লেখ করেন।
অপর মামলাটি করেন সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলামের পক্ষে ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার ইট ভাটার ম্যানেজার মো. সানোয়ার হোসেন। ২ এপ্রিল দায়ের করা ওই মামলার আসামী সংখ্যা বর্তমান চেয়ারম্যান এইচ এম মো. মনিুরুল ইসলামসহ ৪ জন। অন্য আসামীরা হল মো. শামসু পঞ্চায়েত(৪৮), জসিম চৌকিদার, মো. মিরাজ হোসেন।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আসামীরা গত ৩১ মার্চ তার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লক্ষ টাকা না দিলে তাকে জীবন নাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যানসহ মামলায় উল্লেখিত আসামীরা আমার ইট ভাটার ম্যানেজারের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। টাকা না দিলে তাকেসহ আমাদের জীবন নাশের হুমকির প্রদান করেন।
বর্তমান চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ উল্লেখিত আসামারী সামসু পঞ্চায়েতের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামীরা বাদীসহ আমাদের জীবন নাশের হুমকি প্রদান করেন।
মামলা দুটি আমলে নিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পটুয়াখালীর পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন