বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এ সময় তারা কাছ থেকে ৩ কেজি ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা’র নের্তৃত্বে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাখারিয়া বাজার থেকে ৩০ গজ দূরে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ রুবেল খাঁন (২২) নামের একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃ রুবেল পটুয়াখালী জেলার মাদার বুনিয়া ইউনিয়নের বিল্লাল খানের ছেলে।
কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, দীর্ঘদিন ধরে রুবেল মাদকের ব্যবসা করে আসছিলো। এই সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার সাখারিয়া বাজারে অভিযান চালাই। এ সময় রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করি। পরবর্তীতে তার কাছ থেকে ৩ কেজি ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করি।
তিনি আরও বলেন, তারা প্রাথমিকভাবে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। এ ঘটনায় ব্যাপারে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বারেন, র্যাব-৮ এর একটি দল গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের দেয়া এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন