চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কতজন মারা গেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আরকান সড়কের রায়খালী এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এখনো নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন