সুনামগঞ্জের মধ্যনগরে ১২শত কেজি ভারতীয় চিনিসহ দুই জনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার (১২ই এপ্রিল) বেলা ২টার গোপন সংবাদের ভিত্তিতে ২৪ বস্তা ভারতীয় চিনি, যার প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১২০০ কেজি চিনিসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার মোহনপুর গ্রামের ওদুদ মিয়ার ছেলে রতন মিয়া ও রংপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জলিল মিয়া।
গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। প্রাথমিকভাবে জানা যায়, ধৃত আসামিদ্বয় শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত চিনি চোরাচালানের মাধ্যমে ভারত হতে বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রয় করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক নাজমুল জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন