নিরাপদ খাদ্য নিশ্চিতে নওগাঁয় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে পৌর শহরের কাজীর মোড় এবং মিষ্টিপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক রুবেল হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা চিন্ময় সরকারসহ এনএসআই কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের কাজীর মোড় এলাকায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম ও চানাচুর বিক্রির দায়ে ৮ হাজার টাকা, শহরের মিষ্টিপট্টি এলাকার মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খোলা লবন ব্যবহারের দায়ে শ্যামলী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, ড়ুান্ড সুইটসকে ১ হাজার টাকা, নওগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা এবং মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিটি দোকান মালিককে সতর্কতাপুর্বক সাবধান করে দেওয়া হয় ভবিষ্যতে যদি এমন অনিয়ম পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ।
এ সময় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা, এনএসআই কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।
মন্তব্য করুন