পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় তারেক রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ঢাকায় বসবাসকারী তারেক রহমান আসন্ন ঈদ উদযাপনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে তেঁতুলিয়ায় আসেন। রবিবার বিকেলে স্থানীয় ভজনপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারেক।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হবে।
মন্তব্য করুন