হাত খরচের টাকা জমিয়ে মাহে রমজানে অসহায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক এস,এস,সি পরিক্ষার্থী।
শনিবার (০৮ এপ্রিল) আমতলী মফিজ উদ্দিন (এম ইউ) মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বসে প্রায় দুই শতাধিক অসহায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রবিউল ইসলাম হিমেল মৃধা। হিমেল মৃধা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ ফয়সাল মৃধার ছেল।
হিমেল বলেন, পাঁচ-ছয় মাস ধরে হাত খরচের টাকা জমিয়েছিলাম। সেই জমানো টাকায় আমার চাচা চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অসহায় ও এতিম শিশুদেরকে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান, ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, শিক্ষক গাজী মোঃ ইউসুফ, শিক্ষক মোঃ মজিবুর রহমান, মোঃ বাবুল, মোঃ হারুন মোঃ জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা বলেন, রবিউল ইসলাম হিমেল একজন পরোপকারী। তার এমন মানবিক কাজে তিনি অনেক খুশি। নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
মন্তব্য করুন