ঈদের পোশাক কিনে বাড়ি ফেরার সময় এক কলেজ শিক্ষার্থী নছিমন-মোটরসাইকেল সংর্ঘষে নিহত হয়েছেন। নিহতের নাম রাফসান আহমেদ রাকিব (২২)। এ সময় তার দুই বন্ধু আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর সদরের কানার বাজার এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১২টার দিকে রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
রাফসান আহমেদ রাকিব শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের বিবিএর শিক্ষার্থী। রাকিব নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামের আব্দুল মান্নানের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, রাস্তার এক পাশে এলাকার তরুণেরা আড্ডা দিচ্ছিলেন। অন্যদিক দিয়ে মালামাল বোঝাই একটি নছিমন আসছিল। এসময় রাকিবের মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষ হয়।
রাকিবের খালু হাবিব মাদবর বলেন, রাকিব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে শরীয়তপুর শহর থেকে জামা কিনে ফেরার সময় কানার বাজার এলাকায় নছিমনের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। এসময় তার দুই বন্ধু আহত হয়েছেন।
গুরুতর আহত দুই তরুণের নাম রায়হান সিকদার (২২) ও রায়হান দেওয়ান (২২)। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, কানার বাজার এলাকায় নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে রাকিব নামে একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন