চট্টগ্রাম নগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চাপা পড়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। বৃষ্টি না হলেও পাহাড়ের পাদদেশ কাটার কারণে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
মন্তব্য করুন