খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকারিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মুজাহিদ নামে আরও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল জাকারিয়া এবং কনস্টেবল মুজাহিদ মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেলে বাগেরহাট যাচ্ছিলেন। পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকায় হঠাৎ করে সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুরকে বাঁচাতে গিয়ে কনস্টেবল মুজাহিদ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও কনস্টেবল জাকারিয়া রাস্তার ওপর পড়ায় অন্য একটি গাড়ি এসে তাকে চাপা দেয়।
স্থানীয়রা উভয়কে উদ্ধার করে দিগরাজ বাজারস্থ চপলা রহিমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে নিয়ে যাওয়ার পর কনস্টেবল জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে কনস্টেবল জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল জাকারিয়ার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মন্তব্য করুন