সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওরে বোরো ধান কর্তন করে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে এক কৃষকের ধান কেটে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকার।
ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান কাটা উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামের সাধারণ কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, এবার ধর্মপাশার হাওরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস থাকায় কৃষকদের ৭০/৮০ ভাগ ধান পাকলেই কাটার পরামর্শ দেন তিনি।
ইউএনও শীতেশ চন্দ্র সরকার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ উপজেলাটি হাওরবেষ্টিত। এখানকার কৃষকেরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। হাওরের বুকে ধানের ভালো ফলন দেখে আনন্দে মন ভরে গেছে। এখানকার কৃষকদের ধান কাটাজনিত যেকোনো ধরনের সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা করা হবে।
মন্তব্য করুন