সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গোপাল চন্দ্র তালুকদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পূর্ব দিকের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে ঐ গ্রামের মৃত যোগেশ চন্দ্র তালুকদারের একমাত্র ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী গোপাল চন্দ্র তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন