সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) ও ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আজ ০৫ই এপ্রিল শুভ উদ্বোধন করা হয়েছে। কোর্সটি শেষ হবে ০৮ এপ্রিল।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার ০৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশ নেন। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল, ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা, জনপ্রতিনিধি ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারী ক্রয় পদ্ধতি, পরিষদের হিসাব রক্ষণ ও নিরীক্ষণ, গ্রাম আদালত আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে কোর্সটির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন প্রমূখ।
মন্তব্য করুন