সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া জান্নাতুল আরফা জুঁই (১৫) নামে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ধর্মপাশা ডা. রফিক চৌধুরী জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
রবিবার (০২ এপ্রিল) বিকাল চারটার দিকে ধর্মপাশা-কান্দাপাড়া সড়কে এই দূর্ঘটনা ঘটে। জুইঁ আক্তার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তানভীর হোসেনের মেয়ে।
জানা যায়, ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয় ছুটি হলে জুঁই তার সহপাঠীদের নিয়ে ইজিবাইকে করে বাড়িতে যাচ্ছিল। ইজিবাইকটি বাহুটিয়াকান্দা সেতু পার হওয়ার সময় তার গলার ওড়না ইজিবাইকের চাকায় মারাত্মকভাবে পেঁচিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন