সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় মোছাঃ আনোয়ারা বেগম (৬৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬শে মার্চ) উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দুগনই গ্রামের মৃত আফেজ আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানের রহমতের তৃতীয় রোজা রাখার লক্ষে সেহেরী খান। সেহরি শেষে ফজরের নামাযের সেজদারত অবস্থায় স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝ পথে ফিরে আসে।
ধারণা করা হয় যে নামাজের সময় তার মৃত্যু হয়। তিনি মৃত্যুর সময় তিন ছেলে ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বিষয়টি নিশ্চিত করেন তাঁর সন্তান মোঃফুল মিয়া।
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি
মন্তব্য করুন