আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিন স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক সারা দেশে এ কার্যক্রম উদ্বোধন করেছেন। আমতলী উপজেলায় এ কার্যক্রম চালু হওয়ায় আনন্দিত উপজেলার সাধারণ মানুষ।
জানা গেছে, স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দ্বোর গেড়ায় পৌছে দিতে সরকার দেশের ১০ জেলা এবং ২০ টি উপজেলা শহরের স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিন স্বাস্থ্য সেবা চালু করেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি। এমন খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সাধারণ মানুষ অল্প খরচে সরকারী হাসপাতালে সেবা পাবেন। বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। সঠিকভাবে বৈকালিন স্বাস্থ্য সেবা মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রোষ্টার তৈরি করেছেন। প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ কার্যক্রম সচল থাকবে। একজন চিকিৎসক ও একটি স্টাফ দিয়ে এ কার্যক্রম চালানো হবে। এ জন্য একজন রোগীতে ২০০ টাকা দিতে হবে। এছাড়া বৈকালিন স্বাস্থ্য সেবা চলাকালিন সময়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগ খোলা থাকবে। সরকারী নির্ধারিত মুল্যে রোগীরা সমুদয় পরীক্ষা করতে পারবেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
উপজেলা আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মোঃ সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তরকারী সিদ্ধান্ত বৈকালিন স্বাস্থ্য সেবা। সাধারণ ও গরিব মানুষ এতে বেশ উপকৃত হবে। এ কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ বলেন, বৈকালিন স্বাস্থ্য সেবা সরকারের একটি উৎকৃষ্ট পদক্ষেপ। এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে একটি রোষ্টার তৈরি করেছি। ওই রোষ্টার অনুসারে প্রতিদিন একজন মেডিকেল অফিসার ও সহকারী কাজ করবেন। তিনি আরো বলেন, বৈকালিন স্বাস্থ্য সেবা চলাকালিন সময়ে রোগীরে পরীক্ষা নিরিক্ষার জন্য হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগ খোলা থাকবে।
মন্তব্য করুন