সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় লরি-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় মেসার্স শহীদ ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুল হাই (৪২)।
তিনি উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত মিজানকে (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই মহা আলম জানান, নিহত অটোরিকশার চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপরজনের পরিচয় না পাওয়ায় হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর কারা হয়েছে।
মন্তব্য করুন