বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেছে। কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।
শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম ভারপ্রাপ্ত মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান।
চুনাখালী বোর্ড সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরের সঞ্চালোনায় বক্তব্য রাখেন- চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, উপজেলা কৃষি আফিসার সিএম রেজাউল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম ও বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মেম্বার প্রমুখ।
মন্তব্য করুন